
বর্তমান সময়ে যারা নতুন নতুন ফ্রিল্যান্সিং শুরু করার চিন্তা করছেন, তাদের সবার কাছে সবথেকে আলোচ্য বিষ্যটির নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যুগের সাথে তাল মিলিয়ে মার্কেটিং এর ধরণও এখন ডিজিটাল হয়েছে। এখন আর সেই পুরাতন বিপনন ব্যবস্থা খুব একটা দেখা যায় না।
আধুনিক বিপনন এর ব্যবহার করে ব্যবসায়ীরা যেমনটা তাদের ব্যবস্যা বৃদ্ধি করছে সেই সাথে এই সেক্টরে কাজ শিখে লাখো ফ্রিল্যান্সার তাদের জীবিকা নির্বাহ করছে এবং এর চাহিদা দিন দিন বাড়তেই থাকবে। তাই নতুনদের জন্য এটি হতে পারে একটি আলোর পথ।
ডিজিটাল মার্কেটিং কি?
এ ব্যাপারে আলোচনা শুরু করার আগে জানতে হবে ডিজিটাল মার্কেটিং কি? আমরা মার্কেটিং বলতে বুঝি কোন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচার করা। আর এই প্রচার যখন বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে বা অনলাইনে মার্কেটিং করা হয় তখন তাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং।
আমরা সকলেই কম বেশি বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে দিনের কিছুটা সময় হলেও ব্যয় করি। আর এই প্লাটফর্মগুলো ব্যবহার করার সময় আমরা অনেক রকম অনলাইন বিজ্ঞাপন দেখতে পাই। আর এটাকেই আমরা ডিজিটাল মার্কেটিং ভাবি।
কিন্তু না ! ডিজিটাল মার্কেটিংয়ের পরিধি অনেক বড়।

ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা যা জানি?
আমরা সাধারণত জানি যে, ডিজিটাল মার্কেটিং হল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করা এবং এড চালানো। আর এইটা ভেবে ঝাপিয়ে পড়ি বিভিন্ন কোর্সে। আর আমাদের দেশের অধিকাংশ কোর্স গুলোতেও এই জিনিসগুলোই শেখায়, যার কারনে অধিকাংশ শিক্ষার্থীর আর সফল হয়ে ওঠা হয় না।
ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্রের মতো। এখানে অনেক রিসার্চ করতে হয়। নতুন নতুন স্ট্রাটেজি তৈরী করতে হয়। এটা একটা লং প্রসেস, একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ডিজিটাল প্লাটফর্মগুলোতে প্রতিষ্ঠিত করা হল মার্কেটিং এর মূল লক্ষ্য। আর এই সম্পূর্ণ কাজটাই করতে হয় একজন ডিজিটাল মার্কেটার এর ।
সেজন্য একজন মার্কেটিং এক্সপার্ট হওয়ার জন্য সর্বপ্রথম একটি কোয়ালিটিফুল কোর্স করতে হবে। যেখানে এই স্কিল এর সকল বিষয়ে আপনি স্পষ্ট ধারণা পাবেন।
আর এই কথা মাথায় রেখে Digital Wit Academy আপনাদের জন্য নিয়ে এসেছে A to Z ডিজিটাল মার্কেটিং কোর্স। যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং এর রোডম্যাপ সম্পর্কে শিখতে পারবেন জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত।
ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে শুরু করব – এই সকল প্রশ্নের সমাধান তাদের কাছে পেয়ে যাবেন
ডিজিটাল মার্কেটিং এর প্রধান স্তম্ভ কয়টি ?
ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো স্তম্ভ রয়েছে। এর মধ্যে উল্ল্যেখযোগ্য কয়েকটি নিচে দেওয়া হলো।
- সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)
- সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
- স্যোশাল মিডিয়া মার্কেটিং (SMM)
- সিপিএ মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং
- কন্টেন্ট মার্কেটিং
- PPC ইত্যাদি।
ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যত?
আধুনিকতার এই যুগে পেছনে ফেরার আর কোন সুযোগ নেই। ঠিক তেমনি মার্কেটিং এর ক্ষেত্রে পুরাতন কোন মাধ্যম এর ব্যবহারও দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের মার্কেটিং ডিজিটাল মাধ্যমে নিয়ে এসেছে।
বিভিন্ন সূত্র থেকে দেখা গিয়েছে যে, বাংলাদেশের বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬৬.৯৪ মিলিয়ন মানুষ। যার মধ্যে ৫০.৩ মিলিয়ন এর অধিক যুক্ত রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

পরিসংখ্যানে এর মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মানুষ অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হচ্ছে। ছোট বড় সকল মার্কেটিং এর আওতায় আসছে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে, এক্সপার্টের থেকে ক্লায়েন্টের সংখ্যা বেড়ে গেছে।
আগামী কয়েক বছরে এর সংখ্যা আরো অনেক গুন বেড়ে যাবে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক বেকার যুবক তাদের ক্যরিয়ার গড়ার চেষ্টা করছেন। চাইলে আপনিও এই সুযোগকে কাজে লাগাতে পারেন Digital Wit Academy এর সাথে। মার্কেটের সেরা কয়েকজন দক্ষ ডিজিটাল মার্কেটিং এক্সপার্টদের থেকে শিখুন Digital Marketing এর A to Z।
কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করব?
সত্য বলতে একটা আর্টিকেল পড়ে এই ব্যপারে কিছুই শেখা সম্ভব না। কিন্তু ভালো ধারণা পাওয়া সম্ভব। ডিজিটাল মার্কেটিং একটা প্রসেস যেখানে বিভিন্ন টেকনিক ব্যবহার করে কোন পণ্য বা প্রতিষ্ঠানের আয় সেল নিশ্চিত করা।
কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন এই কথা ভাবার পূর্বে আপনাকে অবশ্যই একজন দক্ষ মার্কেটার হতে হবে। একজন দক্ষ মার্কেটার এর মূল উদ্যেশ্য হলো তার সকল ক্যাম্পেইনকে সফল করা।
যেকনো ক্যাম্পেইন শুরু করার পূর্বে মার্কেট এবং কম্পিটিটর এনালাইসিস আবশ্যক। এরপর একটার পর একটা স্ট্রাটেজি তৈরী করে গ্রাহকদের কাছে সফলভাবে পৌছাতে হবে। আর এসকল কিছু তখনই করতে পারবেন যখন আপনি একজন দক্ষ মার্কেটার হতে পারবেন।
আর এসকল কিছু তখনই করতে পারবেন যখন আপনি একজন দক্ষ মার্কেটার হতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে শুরু করব এই আর্টিকেল এর এই পর্যন্ত এসে আপনি এই মার্কেট সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়ে গিয়েছেন আশা করি। এই স্কিলে যারা ক্যারিয়ার গড়বেন তাদের জন্য একটি বিশাল পরিসরে কাজের সুযোগ দিন দিন বেড়েই চলেছে।
ছোট বড় সকল প্রতিষ্ঠান এখন এদিকেই ঝুকছে এবং একটা সময় সকল কিছু অনলাইনের আওতাধীন হয়ে যাবে। আর এই কাজটি একজন এক্সপার্ট ছাড়া কোন ভাবেই সম্ভব না। ফলে দিন যাচ্ছে আর কাজের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

এটি এমন একটি পেশা যেখানে আপনার একাডেমিক সারটিফিকেট এর কোন প্রয়োজন নেই। এখানে আপনাকে শুধু আপনার স্কিল বাড়াতে হবে।
বাংলাদেশের এই চাকরি সল্পতার যুগে বেকারদের জন্য একটি বড় সুযোগ তৈরী করেছে এই স্কিল। অনেকেই এখন ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করছেন।
সেজন্য বলা যেতে পারে যে, আধুনিক বিপণন দক্ষতা নতুনদের ক্যারিয়ার গড়ার জন্য একটি সঠিক পেশা। যেখানে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের ক্যরিয়ারকে শক্তভাবে গড়তে পারবেন।
মনে রাখবেন আপনি যত দক্ষ আপনার ক্যারিয়ার তত শক্ত। তবে এই দক্ষ হতে আপনাকে একটি সঠিক গাইডলাইন ফলো করতে হবে। শুরুটা একটি কোর্স থেকেই করতে হবে।
কিভাকে ডিজিটাল মার্কেটিং কোর্স খুজে বের করব?
নতুনদের জন্য সবথেকে বড় সমস্যা হলো একটি ভালো কোর্স খুজে বের করা। বাজারে হাজার হাজার কোর্স রয়েছে, যার ভেতরে অধিকাংশ স্ক্যাম। আর এজন্যই এই স্কিল শিখে সকলে সফল হয় না।
আপনাদের এই সমস্যার একটি সুনিশ্চিত সমাধান হতে পারে Digital Wit Academy । এখানে আপনি একগুচ্ছ অভিজ্ঞ এবং দক্ষ ডিজিটাল মার্কেটার থেকে প্রশিক্ষন নেওয়ার সুযোগ পাবেন।
তাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ভিজিট করলে তাদের সম্পর্কে জানতে পারবেন। সেই সাথে রয়েছে ফ্রী কোর্স করার সুযোগ। বাংলাদেশের সেরা ডিজিটাল মার্কেটিং কোর্স গুলোর মধ্যে এটি একটি।
যেখানে আপনি একটি পরিপূর্ণ ডিজিটাল মার্কেটিং কোর্স এর সাথে পেয়ে যাবেন হাজারো রিসোর্স। যা কিনা আপনার ক্যারিয়ার গড়তে আরো সহজ করে তুলবে। আর সেই সাথে ২৪/৭ সাপোর্ট তো আছেই।
পরিশেষে
ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে শুরু করব – এ সম্পর্কে আশাকরি একটি ভালো ধারনা পেয়েছেন আপনারা। বর্তমান বিশ্বে একটি চাহিদা পূর্ণ স্কিল এটা। একজন দক্ষ মার্কেটার এর মূল্য অনেক এই সময়ে। যা কিনা দিন দিন আরো বাড়বে। সেজন্য এই স্কিল হতে পারে আপনার ক্যারিয়ার গড়ার জন্য বেস্ট চয়েজ। বর্তমান সময়ে মার্কেটিং এর গুরুত্ব ব্যপক ।
ডিজিটাল মার্কেটিং নিয়ে যেকোনো সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন Digital Wit Academy এর ফেসবুক পেইজে।
5 thoughts on “ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে শুরু করব | Digital Wit Academy ”
আসলেই আপনাদের এখানে থেকে আমি ডিজিটাল মার্কেটিং এর ফ্রি ক্লাস করে অনেক কিছু জানতে পারছি। এজন্য অসংখ্য ধন্যবাদ।
ফ্রী হিসেবে এতবড় একটা সাপোর্ট আসলেই অকল্পনীয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ 💝💝
you have given a clear picture about digital marketing. so far I have to tried to collect about ‘what digital marketing stands for ‘, no one else this report has provided the exact information about the subject. now I am learning the subject from the course conducted by this academy and it is really very helpful since trainers narrating each item clearly and nicely.
Many new things I am learning from Digital Wit Academy. Very nice.
আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটি পরিষ্কার ছবি দিয়েছেন। এখন আমি এই একাডেমি দ্বারা পরিচালিত ফ্রী কোর্স থেকে অনেক ভাল কিছু শিখছি এবং প্রশিক্ষকরা প্রতিটি আইটেম পরিষ্কারভাবে এবং সুন্দরভাবে বর্ণনা করার কারণে এটি সত্যিই খুব সহায়ক হচ্ছে। আপনারা ফ্রীতেই যা সার্ভিস দিচ্ছেন তা সত্যিই অতুলনীয়। আপনাদের সাথে থাকতে চাই। আশা করি ভাল কিছু হবে।