
ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে শিখব এই প্রশ্নটি নতুনদের মাঝে সবার আগে আসে। এ নিয়ে বিভিন্ন রকম ধারনা রয়েছে এক একজনের মধ্যে। সঠিক উত্তরটি না পেয়ে বেশিরভাগ মানুষ এ পেশায় আগাতে চায় না। সেজন্য আমাদের এই ব্লগে ফ্রিল্যান্সিং নিয়ে সম্পূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আজ।
ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং এর বাংলা হচ্ছে মুক্ত পেশা। যেখানে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করার স্বাধীনতা আছে। এখানে আপনিই আপনার বস। এখানে আপনি আপনার ক্লায়েন্টের কাজ করে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।
ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা ভাবি যে, ফ্রিল্যান্সিং কোন কাজ বা স্কিল। আসলে ফ্রিল্যান্সিং একটা কাজ করার মাধ্যম।
চাকুরির ক্ষেত্রে যেমন ৮-৫ টা সময় নির্ধারণ করা থাকে, মাসিক বেতন দেওয়া হয়। এক্ষেত্রে তেমন না। এখানে আপনি একটা নির্দিষ্ট কাজের জন্য আপনার ক্লায়েন্ট কে সার্ভিস দিবেন। যেই কাজের একটা ডেডলাইন থাকবে আপনাকে সেই ডেডলাইনের মধ্যে সেই কাজ শেষ করে ক্লায়ন্টকে জমা দিতে হবে।
আপনি যতটুকু ইচ্ছা কাজ করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী। এখানে কোন বাধ্য বাধকতা নেই। ফ্রিল্যান্সিং এর একটা সুবিধা হচ্ছে এখানে ইনকামের পরিমান অনেক বেশি।
আমাদের দেশে কোন দক্ষতায় চাকরি করে আপনি যেই টাকা ইনকাম করবেন, ঠিক সেই দক্ষতা খাটিয়ে ফ্রিল্যান্সিং করে তার থেকে ৩/৪ গুন বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন সেই সাথে নিজের স্বাধীনতা তো আছেই। আর এজন্যই এই পেশা এতটা জনপ্রিয়।
ফ্রিল্যান্সিং এর জন্য কোন দক্ষতা ভালো এবং কিভাবে শিখব ?
ফ্রিল্যান্সিং করতে আপনাকে কোন না কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। মূলত অনলাইনে কাজ করা যায় এমন দক্ষতাকে এখানে বোঝানো হয়েছে।
বর্তমান সময়ে সারা বিশ্বে কয়েকটি চাহিদা সম্পন্ন দক্ষতা নিচে দেওয়া হলঃ
১। ডিজিটাল মার্কেটিং
২। সোশ্যাল মিডিয়া মার্কেটিং
৩। সার্চ ইঞ্জিন মার্কেটিং
৪। ভিডিও এডিটিং
৫। গ্রফিক্স ডিজাইন
৬। ওয়েব ডিজাইন
৭। ওয়েব ডেভলপমেন্ট
৮। সফটওয়্যার ডেভলপমেন্ট ইত্যাদি।
এগুলো প্রত্যেকটিই ব্যপক চাহিদা সম্পন্ন দক্ষতা। প্রতিটা সেক্টরেই রয়েছে প্রচুর কাজের সুযোগ। তার মধ্যে সবথেকে বেশি চাহিদা বর্তমানে ডিজিটাল মার্কেটিং সেক্টরে।
কিভাবে শিখব?
উপরে যে দক্ষতাগুলো দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে আপনাকে যেকোনো একটিকে বেছে নিতে হবে। বাছাই করার আগে আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে। সব কাজ সবাই পারে না। আপনার যেই দক্ষতাকে কমফোর্টেবল মনে হবে আপনাকে সেটাকে নিয়ে আগাতে হবে।

প্রতিটা সেক্টরকে শেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কোর্স বের করে থাকে। তাদের মধ্যে ভালো খারাপ রয়েছে। আপনাকে যাচাই বাছাই করে এই সকল কোর্স করতে হবে।
কিভাবে বুঝবেন কোন কোর্স ভালো, একটা ট্রিক্স শিখিয়ে দেই আপনাদের। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী। আপনাকে এই রিলেটেড বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে জয়েন করতে হবে।
তারপর সেখান থেকেই আইডিয়া পেয়ে যাবেন যে কোন কোর্স ভালো।
নিচে কয়েকটি অনলাইনে ফ্রিল্যান্সিং শেখার ওয়েবসাইট দেওয়া হলঃ
- Udemy
- Coursera
- Digital Wit Academy
এগুলো ছাড়াও আরও দুইটি বেস্ট প্লাটফর্ম হচ্ছে Google এবং YouTube। পৃথিবীর সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান এই দুটি।
ফ্রিল্যান্সিং এ সফলতার হার কতটুকু?
ফ্রিল্যান্সিং সেক্টরে সফলতার হার অনেক বেশি যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন। এই সেক্টরে কাজের চাহিদা যেমন আছে তেমন কম্পিটিশন ও আছে। আপনাকে প্রচুর সময় দিতে হবে এবং রিসার্চ করতে হবে।
ফ্রিল্যান্সিং করতে এসে অনেকেই হতাশ হয়। যার প্রথম কারন ধৈর্য হারিয়ে ফেলা। আপনাকে শুধু কাজ শিখলেই হবে না। সেই কাজ বিক্রি করার জন্য ক্লায়েন্ট এর প্রয়োজন হবে আপনার। আর এখানেই সবাই হতাশ হয়।
অনলাইন মার্কেট প্লেসে প্রচুর কম্পিটিশন, ফলে নতুনদের কাজের সুযোগ সেখানে কমে যাচ্ছে দিন দিন। তবে কাজের সুযোগ কিন্তু কমে যায় নাই। মার্কেট প্লেসের বাহিরে প্রচুর কাজ রয়েছে । আপনাকে শুধু সেই কাজ গুলো ধরে আনতে হবে।
আপনার দক্ষতার পাশাপাশি ক্লায়েন্ট হান্টিং এর ব্যপারেও হতে হবে পারদর্শী। এ ব্যাপারে
Digital Wit Academy এর ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। সেখানে ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে শিখব ? A টু Z গাইডলাইন নিয়ে আরও সচ্ছ ধারনা পাবেন।

ফ্রিল্যান্সিং একটি সফল পেশা। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি ফ্রিল্যান্সার রয়েছে। আর এর মার্কেট ভ্যালু প্রায় ১ বিলিয়ন ডলার। আর এর পরিধি দিন দিন বেড়েই চলেছে।
ফ্রিল্যান্সার এর গুণাবলি?
ফ্রিল্যান্সার হতে আপনাকে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যা ছাড়া আপনি প্রফেশনাল হতে পারবেন না।
যেসকল বিষয় মেনে চলতে হবেঃ
- প্রফেশনাল হতে হবে
- কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে
- ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে
- কাজের মান ঠিক রাখতে হবে
- প্রতিনিয়ত আপ টু ডেট থাকতে হবে
- যথাসময়ে ক্লায়েন্টের কাজ সাবমিট করতে হবে
- নেটওয়ার্কিং করতে হবে
- স্ট্রং পোর্টফলিও তৈরি করতে হবে
উপরের এই বিষয়গুলো একজন ফ্রিল্যান্সার এর জন্য খুবই জরুরী।
পরিশেষে
ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে শিখব ? A টু Z গাইডলাইন দেওয়া হয়েছে এই ব্লগে। ফ্রিল্যান্সিং পেশায় প্রবেশ করার জন্য এসকল বিষয় মাথায় রাখা খুবই জরুরী। এরপরও যদি কোন বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে তাহলে যোগাযোগ করুন Digital Wit Academy এর ফেসবুক পেইজে। এ ছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে এ ব্যাপারে অসংখ্য ভিডিও রয়েছে যা আপনাদেরকে আরও বেশি ভ্যালু প্রোভাইড করবে।