
🔍 সার্চ ইঞ্জিন বলতে বুঝায় এমন কিছু যেখানে সার্চ করা হয় কোনো কিছু সম্পর্কে , যেমনঃ Google, Yahoo, Bing ইত্যাদি। এদের মধ্যে গুগল আমাদের কাছে সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয়। আমাদের কোন কিছু জানার প্রয়োজন হলে সাধারণত আমরা গুগলে সার্চ করে থাকি।
গুগল আমাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে এবং দেয়। যেমনটা আপনারা এই ব্লগটি খুজে পেয়েছেন। গুগলে কিছু সার্চ করলে লক্ষ লক্ষ রেজাল্ট আসে, কিন্তু তার মধ্যে থেকে যেটি গুগলের নিয়ম কানুন মেনেছে সেটি প্রথম পেইজে থাকে বা উপরের দিকে থাকে। আর এই নিয়ম কানুন মেনে কোন কিছু ওয়েবসাইটে পোষ্ট করাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে।
সার্চ ইঞ্জিন কাকে বলে?
ইন্টারনেটে কোন কিছু সার্চ করার মাধ্যমকে সার্চ ইঞ্জিন বলে। বর্তমানে সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে গুগল। আমরা প্রতিনিয়ত এর ব্যবহার করে থাকি। আমাদের যেকোন প্রশ্নের উত্তর সহজেই এই সার্চ ইঞ্জিন থেকে পাই।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কাকে বলে?
পৃথিবীতে যেকোন বিষয়ের উপর হাজার হাজার ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটগুলোতে বিভিন্ন রকম কন্টেন্ট পাবলিশ করা হয়। এখন এতো এতো ওয়েবসাইট ও কন্টেন্টের মাঝে গুগল কাকে বেশি প্রায়োরিটি দিবে, যে কিনা গুগলের সকল নিয়ম কানুন মেনে চলে।
আর এই নিয়ম কানুন মেনে চলাই মুলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওয়েবসাইট এবং কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের জন্য অপ্টিমাইজ না করলে কখনোই সেটা র্যাংক করবে না।
কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক বড় একটা সেক্টর। একটি ব্লগের মাধ্যমে শেখা সম্ভব নয়। হাতে কলমে শিখতে হবে। তারপরও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব।
কোন ওয়েবসাইট বা কন্টেন্টকে সার্চ ইঞ্জিনে র্যাংক করানোর জন্য মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়। ওপটিমাইজেশন এই কিছু নিয়ম কানুন আছে, চলুন সেগুলো সম্পর্কে জানি।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তিন রকম:
১। অন পেজ এস.ই.ও
২। অফ পেজ এস.ই.ও
৩। টেকনিক্যাল এস.ই.ও
অন পেজ এস.ই.ও : ওয়েবসাইটের ভেতরে কোনো কন্টেন্ট অপটিমাইজেশনকে বলা হয় অন পেজ এস.ই.ও । যেমনঃ
১। কিওয়ারড রিসার্চ
২। টাইটেল ট্যাগ অপটিমাইজেশন
৩। মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন
৪। কনটেন্ট এর মধ্যে সঠিক ভাবে কিওয়ার্ড বসানো
৫। হেডিং, H1 , H2 ইত্যাদি ঠিক ভাবে বসানো, ইত্যাদি।
অফ পেইজ এস.ই.ও: এখানে ওয়েবসাইটকে বিভিন্ন ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে প্রচার করাকে বোঝায়। ধরুন আপনার ওয়েবসাইট নতুন এবং আপনি একটা কন্টেন্ট আপলোড করেছেন।
আপনার এই কন্টেন্ট যখন অন্য কোন একটি বড়ো বা পপুলার ওয়েবসাইটে ব্যাকলিংক করা থাকবে , তখন সেই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে। এবং গুগলের কাছে আপনার ওয়েবসাইটের বিশ্বস্ততা বাড়বে। এ নিয়ে আমাদের Digital Wit ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে।
টেকনিক্যাল এস.ই.ও: ওয়েবসাইটের পেছনে যেই টেকনিকাল বিষয়গুলি এসিও করা হয় তাকেই মূলত টেকনিক্যাল এসিও বলে। নিচে একটি চেকলিস্ট দেওয়া হলঃ
1. Domain URL check
2. SSL setup
3. Sitemap create
4. Robot.txt setup
5. Google crawling error check etc.
ওয়েবসাইটে এস.ই.ও না করলে কি হবে?
গুগল একটা মহাসমুদ্র এখানে এক একটা সার্চ এর জন্য লাখ লাখ রেজাল্ট আসে। কিন্তু প্রথম পেইজে আসে মাত্র ১০টি রেজাল্ট । আমরা যখন কোন কিছু গুগলে লিখে সার্চ করি, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা সাধারণত প্রথম পেইজেই পেয়ে যাই। দ্বিতীয় বা পরের পেইজগুলোতে আমাদের আর যাওয়ার প্রয়োজন হয় না। সেজন্য ওয়েবসাইটে ট্রাফিক আনতে হলে আপনার ওয়েবসাইটকে প্রথম পেইজে থাকতে হবে।
ওয়েবসাইটের সফলতা হচ্ছে তার ট্রাফিক ভলিউম। আর এর জন্য প্রয়োজন গুগোলের নিয়ম মেনে ওয়েবসাইট ও কন্টেন্টকে অপ্টিমাইজ করা। গুগল সবসময় তার সার্চ ইঞ্জিনে বেস্ট রেজাল্ট দিয়ে থাকে। অপটিমাইজ কন্টেন্ট ছাড়া প্রথম পেইজে আসা সম্ভব না। এজন্য ওয়েবসাইটে এস.ই.ও করা খুবই জরুরী।
এস.ই.ও পেশা হিসেবে কেমন?
বর্তমান ডিজিটাল যুগ, সারাবিশ্বে প্রায় সবকিছুই এখন অনলাইনের আওতায় এসে পড়েছে। সকল ব্যবসা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক হচ্ছে। আর এর পরিমান দিন দিন বাড়ছে। আর এর সাথে সাথে ওয়েবসাইটের সংখ্যা বাড়ছে। সেই সাথে সার্চ ইঞ্জিন গুলোতেও বাড়ছে কম্পিটিশন।
আর এই কম্পিটিশন মোকাবিলা করার জন্য প্রয়োজন একজন দক্ষ এস.ই.ও এক্সপার্ট। একজন এস.ই.ও এক্সপার্টই পারে একটি সঠিক স্ট্রাটেজি মেনে এস.ই.ও করে একটি ওয়েবসাইটকে র্যাংক করাতে।বর্তমানে সারাবিশ্বে এস.ই.ও কে পেশা বানিয়ে অনেকেই ফ্রিল্যান্সিং করে অনলাইনে টাকা ইনকাম করছে। এই পেশার পারিশ্রমিকও অনেক বেশি। ফলে পেশা হিসেবে এস.ই.ও আপনার বেস্ট চয়েজ হবে।
কিভাবেএস.ই.ও শিখব?
এস.ই.ও মূলত ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠান এস.ই.ও নিয়ে প্রশিক্ষন দিয়ে থাকে। তবে এর মধ্যে ভালো খারাপ রয়েছে। তাই আপনাকে বুঝে শুনে প্রশিক্ষন নিতে হবে। আপনি প্রথমে সেই সকল প্রতিষ্ঠান নিয়ে একটু রিসার্চ করবেন, তাদের ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখবেন। মোটকথা তাদের শেখানোর ধরন আপনার ভালো লাগলে আপনি সেখানে ভর্তি হবেন।
Digital Wit Academy এর ইউটিউব চ্যানেলে (Digital Wit) অসংখ্য ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন। এ ছাড়াও চ্যানেলে তাদের রয়েছে ফ্রী ডিজিটাল মার্কেটিং কোর্স । মার্কেটের সব দক্ষ এবং অভিজ্ঞ এক্সপার্টদের দিয়ে তারা এই প্রশিক্ষন দিয়ে থাকেন। আরো জানতে নক দিন Digital Wit Academy ফেসবুক পেজে। প্রয়োজনে মেসেজ করুন WhatsApp +880 1747-865219 নাম্বারে।
পরিশেষেঃ
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কি? এবং কিভাবে শিখব ? এই ব্লগে আমরা এস.ই.ও এর ব্যাসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। একজন বিগেনার হিসেবে আপনার যতটুকু জানা প্রয়োজন টা এখান থেকে পাবেন আশাকরি।
সেই সাথে (Digital Wit) Digital Wit Academy এর ইউটিউব চ্যানেলে অসংখ্য ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও আছে । আপনি একদম লেটেস্ট নলেজ নিতে পারবেন ভিডিওগুলি থেকে। সেই সাথে তাদের ফ্রী কোর্সে ভর্তি হয়ে আপনি একজন দক্ষ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে আর ইনকাম শুরু করতে পারবেন।